স্বদেশ জুড়ে ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হংকংগামী বিমানের বিজি ০৭৮ ফ্লাইটটি উড্ডয়ন করার সময় টেকনিক্যাল সমস্যা দেখা দেয়ায় উড়োজাহাজের ডানায় আগুন লাগায় যাত্রা পিছিয়ে দেয়া হয়েছে। রানওয়ে ছেড়ে ওড়ার সময় সংগঠিত এ ঘটনায় কেউ আহত হননি। শুক্রবার বেলা সোয়া ২টায় উড়োজাহাজটির রওনা হওয়ার কথা থাকলেও সেটি রাত ১০টায় হংকংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রসঙ্গত: বিমান বহরে বর্তমানে ৩০ বছরের পুরানো দুটি ডিসি উড়োজাহাজ রয়েছে। যুক্তরাজ্যের বিমান নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস অ্যান্ড ডগলাসের এ ধরনের উড়োজাহাজ বিশ্বের অন্য কোনো বিমান সংস্থা এখন আর ব্যাবহার করে না।
Leave a Reply