শীর্ষবিন্দু ডেস্ক: তিনদিনের সফরে গ্রীস গেলেন টাওয়ার হ্যামলেটস ফাস্ট কাউন্সিলারা। গ্রীস সরকারের আমন্ত্রনে এই সফরের আয়োজন।
ডেপুটি কাউন্সিলার অলিউর রহমানের নেতুত্বে ৫ সদস্যোর এক প্রতিনিধি দল বৃহস্পতিবার গ্রীসের উদ্দেশ্য লন্ডন ত্যাগ করেন। প্রতিনিধদলের অন্যান্য সদস্যেরা হলেন, কাউন্সিলার শফিকুর রহমান, কাউন্সিলার সাহেদ আলী, কাউন্সিলার মাহবুব আলম মামুন ও টাওয়ার হ্যামলেটস ফাস্ট সদস্য ও মাইল্যান্ড আসনের কাউন্সিলার প্রার্থী আব্দুল আহাদ।
গ্রীস সফরের সময় সে দেশের সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে মিলিত হবেন টাওয়ার হ্যামলেটস ফাস্ট সদস্যরা।