শনিবার সকালে পাকিস্থানের পূর্বাঞ্চলের গুজরাট শহরে একটি স্কুলভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে তাৎক্ষনিক হিসেব মতে ১৭ জন শিশুশিক্ষার্থী নিহত হয়। আর আহত হয়েছে ১০ জন শিক্ষার্থী। জানা যায়, গুজরাট শহরের কট ফাতেহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের সূত্র মতে, শনিবার সকালে একটি স্কুলভ্যানে করে ২০-২৫ জন শিক্ষার্থী বিদ্যালয়ে যাচ্ছিল। আচমকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে ১২ জন দগ্ধ হয়ে মারা যায়। পরে আরও পাঁচজনের মৃত্যু হয়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত শিশুদের স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। আহরা এখনো চিকিৎসাধীন আছেন। এদিকে, ঘটনার পর থেকে ওই স্কুলভ্যানের চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সূত্র: ডন নিউজ পিএ।
Leave a Reply