রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০

অবৈধ অভিবাসন ঠেকাতে একটি স্মার্ট বর্ডার তৈরীর পরিকল্পনা করছে ইইউ

অবৈধ অভিবাসন ঠেকাতে একটি স্মার্ট বর্ডার তৈরীর পরিকল্পনা করছে ইইউ

সৈয়দ সাহিল প্যারিস ফ্রান্স: অবৈধ অভিবাসন ঠেকাতে ইউরোপিয়ান ইউনিয়ন অনেক দিন থেকে একটি স্মার্ট বডার তৈরীর পরিকল্পনা করে আসছে। সেই লক্ষে সমগ্র ইউরোপ জুড়ে আগামী ১ এপ্রিল ২০১৫ থেকে “Amber Light” নামে নতুন একটি অপারেশনে নামছেইউরোপিয়ান ইউনিয়ন।

যার মূল উদ্দেশ্য ইউরোপে সেনজেন ভিসা নিয়ে বৈধ ভাবে প্রবেশ করে অবৈধ ভাবে থেকে যাওয়াদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এবং পরবর্তীতে অবৈধ অভিবাসন ঠেকানো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া। এ প্রসঙ্গে ফ্রান্সে বাংলাদেশী এসাইলাম ও ইমিগ্রেশন পরামর্শক প্রতিষ্টান FAR এর পরিচালক রাব্বানী খান,কাজী এনায়েত উল্লাহ, মহাসচিব-অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা) এম এ তাহের এই প্রতিবেদকের কাছে বিস্তারিত তুলে ধরেন।

এদিকে এই অভিযান সর্ম্পকে সঠিক তথ্য না জানার কারণে ইউরোপের অন্যদেশের মত ফ্রান্সে জোড়ে বাংলাদেশীদেরকমিউনিটির মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। তবে ইমিগ্রেশন পরামর্শক ও কমিউনিটি লিডারার বলেছেন, ইউরোপ বা ফ্রান্সেঅবৈধ অভিবাসীদের নিয়মিতই ধর-পাকড় অব্যহত থাকে।

এতে আংকিত হওয়া কিছুই নাই এই অভিযানে ইউরোপের বিভিন্ন দেশের লোকাল এয়ারপোর্ট সহ বিভিন্ন বডার এলাকায় চলবে। তবে আশা কথা হল এইঅপারেশনে ইউরোপিও ইউনিয়নের আইন মেনে কোন অবৈধ অভিবাসী কে ধরে জোর পূর্বক দেশে পাঠানো হবে না।

উল্লেখ্য : গত বছরে ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ২০১৪ তে সম্পূর্ণ ইউরোপ জুড়ে “Operation Mos Maiorum”নামে একটি অভিযান চালানো হয়েছিলো। যার প্রধান লক্ষ্য ছিল, কিভাবে ইতালি সহ ইউরোপে অবৈধ অভিবাসীরা প্রবেশকরছে তথা অনুপ্রবেশ পয়েন্ট সনাক্ত করা।এবং কে বা কারা এদের সাহায্য করছে? মানে পাচারকারীদের নেটওয়ার্কসম্পর্কে পরিপূর্ণ ধারণা ও তাদের গ্রেফতার করাই সেই অপারেশনের মূল উদ্দেশ্য ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024