গ্যালারী থেকে: এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে জিতেছে সফরকারীরা। শক্তিশালী ইরানের কাছে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে বিধ্বস্ত হয়েছে লাল-সবুজ দল। গ্রুপের (বি) দ্বিতীয় ম্যাচে আগেটির চেয়ে তুলনামূলক ভালোই খেলেছে সাবিনারা। এই হিসেবে ইরানের কাছে হারলেও ঘুরে দাঁড়ানোর শক্তি যে স্বাগতিকদের আছে সেটা স্পষ্টই বুঝা যাচ্ছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২৭ মিনিটে তাদের জালে বল পাঠায় ইরান। গোল করেন মরিয়ম রহিমি। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইরান। দ্বিতীয়বারের মতো জালে বল জড়ান রহিমি। কিন্তু জহরার পাস থেকে নিশানাভেদ করেন তিনি।
Leave a Reply