যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত টেলিভিশন তর্কযুদ্ধে প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনি মুখোমুখি হওয়ার আগে তাদের মধ্যে প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে। যে সুইং রাজ্যগুলোর ভোট প্রেসিডেন্ট প্রার্থীর ভাগ্য নির্ধারণ করে সে সব রাজ্যের প্রচারণা থেকে তারা বিরতি নিয়ে এখন প্রস্তুতি নিচ্ছেন শেষ বারের বিতর্কের জন্য। এমন ঘটনা বিরল। আজ তারা ফ্লোরিডায় বোকা র্যাটনে মুখোমুখি দাঁড়াবেন। এটাই মুখোমুখি দাঁড়িয়ে দু’প্রার্থীর লাখ লাখ ভোটারের মন জয়ের শেষ সুযোগ। তাই তাদের বিভিন্ন কৌশল ঝালিয়ে নিচ্ছেন। তারা আজ মুখোমুখি হবেন পররাষ্ট্রনীতি নিয়ে। ওদিকে সর্বশেষ জরিপগুলোতে ওবামা কিছুটা এগিয়ে থাকলেও তাদের মধ্যে ব্যবধান কমই দেখা যাচ্ছে। বিভিন্ন জরিপে উঠে আসছে নানা তথ্য। কোনটিতে ওবামা এগিয়ে যাচ্ছেন, তো আরেক জরিপে এগিয়ে যাচ্ছেন মিট রমনি। শনিবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ডেমোক্রেট প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা সামান্য ব্যবধানে মিট রমনির চেয়ে এগিয়ে আছেন। শুক্রবার অনলাইন জরিপে রমনির চেয়ে শতকরা তিন পয়েন্টে এগিয়েছিলেন ওবামা। জরিপে ওবামা পেয়েছেন ৪৬ পয়েন্ট, যেখানে রমনি পেয়েছেন ৪৩ পয়েন্ট। আইপিসোস-এর জরিপ পরিচালক জুলিয়া ক্লার্ক বলেন, গত কয়েক দিনে ওবামাকে তিন পয়েন্ট এগিয়ে থাকতে দেখা গেছে। তবে শনিবার দু’জনের অবস্থান আরও কাছাকাছি হয়েছে। এর আগে গত ৩রা অক্টোবর দু’জনের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বিতর্ক অনুষ্ঠিত হয়। ওইদিন ওবামাকে তর্কযুদ্ধে ভাল ব্যবধানে পরাজিত করেছিলেন রিপাবলিকান রমনি। তবে গত ১৬ই অক্টোবর চলা দ্বিতীয় দফা বিতর্কে অনেকটা সপ্রতিভ হতে দেখা গেছে ওবামাকে। ওইদিন বিতর্কের মঞ্চে বেশ ক্ষিপ্রতার সঙ্গে যুক্তি খণ্ডন ও পাল্টা প্রশ্ন ছুড়েছেন তিনি। ফলে বিতর্কের পর দর্শক জরিপেও ভাল ব্যবধানে পিছিয়ে যান রমনি। দ্বিতীয় দফা বিতর্কের পর সিবিএস টেলিভিশন সিদ্ধান্তহীনতায় থাকা ভোটারদের ওপর জরিপ চালিয়ে দেখেছে- ভোটারদের ৩৭ শতাংশ ওবামার পক্ষে ৩৩ শতাংশ রমনির পক্ষে অবস্থান নিয়েছে। ৩৩ শতাংশ বলছে বিতর্কে দু’জনই সমানে সমান। আজ অনুষ্ঠেয় তৃতীয় ও চূড়ান্ত বিতর্ক হবে পররাষ্ট্রনীতির ওপর। বিতর্কের পুরো এক সপ্তাহ বারাক ওবামা মেরিল্যান্ডে কাটিয়েছেন আর রমনি কাটিয়েছেন ফ্লোরিডায়। জরিপে দু’প্রার্থীর জনপ্রিয়তার কিছুটা ধারণা পাওয়া গেলেও নির্বাচনে তাদের জয়-পরাজয় অনেকটাই নির্ভর করছে ওহাইও এবং ফ্লোরিডা রাজ্যের ভোটারদের ওপর। মোটের ওপর দেখা গেছে, শনিবার পর্যন্ত ওহাইওয় শতকরা ২.৫ পয়েন্টে এগিয়ে আছেন ওবামা। আর ফ্লোরিডায় শতকরা ২.১ পয়েন্টে এগিয়ে আছেন রমনি।
Leave a Reply