দুনিয়া জুড়ে ডেস্ক: সৌদিআরবের মদীনায় সংগঠিত এক অগ্নিকান্ডে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন আরও তিন জন। দুর্ঘটনায় আরও কেউ হতাহত হয়েছেন কি না তাও জানা যায় নি। আহত বাংলাদেশীরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।
মদীনার সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল খালিদ আল জোহানী গণমাধ্যমকে মাধ্যমকে জানান, নিহত দুই জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। আহত অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায় নি। এজন্য একটি তদন্ত করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply