শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে সোনিয়া খাতুন। শারীরিক প্রতিবন্ধী সোনিয়া উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। সে বেলকুচি উপজেলার এনায়েতপুর গ্রামের ব্যবসায়ী ছানোয়ার হোসেনের মেয়ে।
সোনিয়ার ডান হাতের কনুই থেকে নিচের অংশ নেই। তা ছাড়া বাম হাতের কনুইয়ের নিচের অংশ সরু এবং তাতে মাত্র দুটি আঙুল রয়েছে। দুটো হাতই তার অকার্যকর। সোনিয়ার কোনো ভাই নেই। অন্য ছোট বোন সুমাইয়া শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। সে ২০১৩ সালে এনায়েতপুর ইসলামি উচ্চবিদ্যালয় থেকে পা দিয়ে লিখে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করেছে।
সোনিয়া জানায়, বুদ্ধি হওয়ার পর থেকেই সে পা দিয়ে লেখার অভ্যাস করতে থাকে। এখন আর তেমন অসুবিধা হয় না। তবে চেষ্টা করেও লেখার গতি বাড়ানো সম্ভব হয় না। স্কুলের শিক্ষকেরা তার লেখাপড়া চালিয়ে যেতে নানাভাবে উৎসাহিত করেছেন। ভবিষ্যতে স্কুলশিক্ষক হতে চায়।