শীর্ষবিন্দু নিউজ: লেট সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দলীয় মেয়রপ্রার্থীদের মধ্যে বিএনপির প্রার্থী নাসিম হোসাইন, আব্দুল কাইয়ূম জালালী পংকি, এডভোকেট শামসুজ্জামান জামান ও জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়েরসহ চারজনই তাদের মনোয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এদিকে, শনিবার রাতে সিলেটে ১৮ দলীয় জোটের এক বৈঠকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দলের একক প্রার্থী হিসেবে আরিফুল হক চৌধুরীকে সমর্থন দেওয়া হয়েছে।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার দুপুরে রিটার্নিং অফিসার এসএম এজহারুল হকের কাছে প্রত্যাহারপত্র জমা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। নাসিম হোসেইন জানান, তিনি দুপুর পৌনে ১২টার দিকে আলমপুরস্থ নির্বাচন কমিশনার বরাবরে তার প্রত্যাহার পত্র দাখিল করেন।
Leave a Reply