বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দুঃখ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দুঃখ

নিউজ ডেস্ক: যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লা এবং কামারুজ্জামানের ফাঁসি হলেও জামায়াতের অপর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি না হওয়ায় ‘দুঃখ’ রয়ে গেছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মনে। রোববার (১২ এপ্রিল) দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কামারুজ্জামানের দণ্ড কার্যকরের প্রতিক্রিয়া জানতে চাইলে মাহবুবে আলম বলেন, স্বস্তি অনুভব করেছি। তবে সাঈদীর কথা মনে পড়ে। দুঃখ রয়েই যায়। তিনি বলেন, সাঈদীর ফাঁসি হতো। এমন তথ্য ছিলো। কিন্তু প্রসিকিউটর ও তদন্ত সংস্থার গাফিলতি ছিলো।

মানবতাবিরোধী অপরাধে এ বছর আর কোন মামলার নিষ্পত্তি হতে পারে এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, পরবর্তীতে তালিকায় আছে মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা। আশা করছি এ বছরের মধ্যে বেশ কয়েকটি মামলার নিস্পত্তি হবে। আর বর্তমানে আপিল বিভাগ যে গতিতে এসব মামলার শুনানি গ্রহণ করছেন তা সন্তোষজনক। অ্যটর্নি জেনারেলের মতে, আসামিদের পক্ষ থেকে সময়ক্ষেপণের নানা রকম প্রচেষ্টা চালানো হয়েছে। তবে এটা আর বেশিদিন পারবে না।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১২ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা এবং চলতি বছরের ১১ এপ্রিল অপর সহকারী সেক্রেটারি কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকর করা হয়। এছাড়াও ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ড কমিয়ে আপিল বিভাগ তাকে আমৃত্যু কারাদণ্ড দেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024