মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯

কোমরে আর সরকার নামানোর মতো জোর হবে না

কোমরে আর সরকার নামানোর মতো জোর হবে না

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভবিষ্যতে সরকার পতনের মতো ক্ষমতা বিএনপির হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আন্দোলন করে বিএনপি কেবলই শক্তিক্ষয় করেছে। এতে তাদের কোন অর্জন নেই। আজ নাটোর ও নওগাঁ জেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

আন্দোলনের নামে যারা মানুষকে পুড়িয়ে মেরেছে, সেই অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। হরতাল-অবরোধে নাশকতার বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার কী অর্জন হয়েছে সেটা আমার জানা নেই। মানুষকে এভাবে প্রতিপক্ষ করে, এভাবে কোন রাজনৈতিক নেতা খুন করতে পারে? এটা আমিও ভাবতে পারি না। কারণ আমাদের রাজনৈতিক কর্মকা- জনগণের স্বার্থে।

তিনি বলেন, জনগণকে খুন করে তার কী অর্জন? উনাকে কোর্টেও যেতে হয়েছে। সারেন্ডার করতে হয়েছে। আবার ঘরেও ফিরে যেতে হয়েছে। আওয়ামী লীগ কিন্তু বহাল তবিয়তেই আছে। আশা করি ভবিষ্যতে আর কোমরে এত জোর হবে না যে, আবার সরকার নামানোর কথা চিন্তা করতে পারবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024