শীর্ষবিন্দু নিউজ: সিলেট নগরীর মজুমদারী এলাকায় আত্মহত্যার চেষ্টায় লাফ দিতে যাওয়া এক যুবককে উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১১টায় বিমান অফিস সংলগ্ন আলী ভবন এর ৫ম তলা থেকে তাকে উদ্ধার করা হয় ফায়ার সার্ভিসের কর্মীরা ।
পুলিশের সহায়তায় প্রায় দেড় ঘন্টা অবস্থানের পর ফায়ার সার্ভিসের কর্মীরা জানালার শেডের গ্রীল কেটে তাকে উদ্ধার করা হয়। জানা যায়, উদ্ধারকৃত যুবক বর্তমানে নগরীর সওদাগর টুলা এলাকার বাসিন্দা কুমিল্লা জেলার দাউদ কান্দি থানার গৌরিপুর গ্রামের মৃত আব্দুর রহমান শেখের পুত্র আলী আমজাদ। এলাকাবাসী সূত্রে জানা যায়, উদ্ধারকৃত যুবক মানসিক ভারসাম্যহীন। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ৫ম তলার জানালার শেডের গ্রীল কেটে তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর আম্বরখানা ফাঁড়িতে তাকে নিয়ে যাওয়া হলে মানসিক ভারসাম্যহীন নিশ্চিত হওয়ায় স্ত্রী ও ভাইয়ের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।
বিমান বন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, মানসিক চিকিৎসার জন্য তাকে পরিবারের লোকজন লিচু বাগানে এক কবিরাজের কাছে নিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি পালিয়ে এসে আলী ভবনের ৫ম তলায় উঠে যান। জানালার শেড দিয়ে লাফ দেয়ার চেষ্টা করলে আশ পাশের লোকজন দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। এসময় অনেক উৎসুক জনতা সেখানে ভীড় জমান। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply