শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৩

লুকানো ক্যামেরার অস্তিত্ব বুঝবেন যেভাবে

লুকানো ক্যামেরার অস্তিত্ব বুঝবেন যেভাবে

নিউজ ডেস্ক:ড্রেস হাউজের ট্রায়াল রুম, বিউটি পার্লার, পাবলিক টয়লেট কিংবা হোটেলে অবস্থানকালীন সময়ে আপনি কি লুকানো ক্যামেরার কথা ভেবে শঙ্কিত থাকেন? তাহলে জেনে নিন ঘরের কোনাে কোণায় লুকানো ক্যামেরা আছে কিনা তা বোঝার উপায়।

– ট্রায়াল রুমে ঢুকে আপনার মোবাইল থেকে কাউকে কল করুন। যদি কল করা যায় ও নেটওয়ার্ক থাকে তাহলে ওই ঘরে লুকানো ক্যামেরা নেই। আর যদি কল করা না যায় ও নেটওয়ার্ক হঠাৎ ডাউন হয়ে যায় তাহলে বুঝতে হবে সেখানে ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে। কারণ গোপন ক্যামেরার সঙ্গে এক ধরনের ফাইবার অপটিক্যাল কেবল থাকে। সিগন্যাল ট্রান্সফার করার সময় এর ইন্টারফিয়ারেন্স হতে থাকে। যার জন্য মোবাইল নেটওয়ার্ক সেখানে কাজ করে না।

– ট্রায়াল রুমের আয়নাটা হতে পারে নকল আয়না বা ট্রান্সপারেন্ট গ্লাস যা লুকানো ক্যামেরার মতোই মারাত্মক! আয়নায় তাকিয়ে বুঝতে পারবেন না যে অন্য পাশ থেকেও কেউ আপনাকে দেখছে। অথবা আয়নার উল্টোদিকে রয়েছে কোনো অত্যাধুনিক ক্যামেরা। এক্ষেত্রে আয়নার ওপর আঙুল রাখুন। যদি আপনার আঙুলের মাথার প্রতিবিম্ব আঙুলের মাথার সঙ্গে না লাগে (মাঝে যদি ফাঁকা থাকে) তাহলে আয়নাটি সাধারণ বা আসল। আর যদি আঙুলের মাথা প্রতিবিম্বের মাথার সঙ্গে লেগে যায় তার মানে আয়না নকল।

– যারা অ্যান্ডরয়েড কিংবা আইফোন অপারেটিং সিস্টেমের স্মার্ট ফোন ব্যবহার করেন তারা গোপন ক্যামেরা শনাক্তকরণ ‘অ্যাপস’ ইনস্টল করে নিন। সে ক্ষেত্রে অ্যাপসটিই আপনাকে জানিয়ে দেবে, ঘরে কোনো লুকোনো ক্যামেরা আছে কি না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024