নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক বিষয় নিয়ে বৈঠক করেছেন বেলজিয়াম বিএনপির নেতা-কর্মীদের সাথে। বেলজিয়াম সফরকালে তারেক রহমান দেশটিতে তার বিদেশী বন্ধুদের সাথেও বৈঠক করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার পয়েলা বৈশাখের দিন তারেক রহমান বেলজিয়াম সফর করেন।
বেলজিয়াম বিএনপির এক সূত্র জানায়, তারেক রহমান এক দিনের সফরে বেলজিয়ামে এসেছিলেন। এসময় তিনি দলের নেতা-কর্মীদের সাথে বৈঠক করেন। দিন শেষে তিনি লন্ডনের উদ্দেশ্যে ব্রাসেলস ত্যাগ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন তারেক রহমানের বিশেষ উপদেষ্টা হুমায়ুন কবির, বেলজিয়াম বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু, মনোয়ার হোসেন মুন্না, আলী জাহাঙ্গির, সৈয়দ মাহমুদ আক্কাছ, আবুল হাসনাত শামছুল, গোলাম নবি শ্যামল, হাসান রকিব, আলী নুর শামিম, মোয়াজ্জায়েম, জসিম মোল্লা, আবু সাইদ, হারুন অর রশিদ এবং আলম হোসেন বলে জানা গেছে।