শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০

সিলেটে অবৈধ রিক্সা, ভ্যানগাড়ী ও হাতাগাড়ী ধরতে অভিযান

সিলেটে অবৈধ রিক্সা, ভ্যানগাড়ী ও হাতাগাড়ী ধরতে অভিযান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অবৈধ রিক্সা, ভ্যানগাড়ী ও হাতাগাড়ী ধরতে যৌথভাবে অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার সকাল ১০টা থেকে এই অভিযান শুরু করা হয়। এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (ট্রাফিক) নিকোলিন চাকমা, সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার চন্দন দাশসহ পুলিশ ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে অভিযানের প্রথম দিনে আম্বরখানা ও সুরমা মার্কেট পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। বিকেল ৫ টা পর্যন্ত শতাধিক অবৈধ রিক্সা আটক করা হয় এই অভিযানে।

এই যৌথ অভিযান পরিচালনা কার্যক্রম পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এসময় তিনি সাংবাদিকদের জানান, ইতোমধ্যে সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে অবৈধ রিক্সা, ভ্যানগাড়ী ও হাতাগাড়ীর নবায়নের জন্য জানানো হয়েছিল। এই ব্যাপারে মাইকিংও করা হয়। যারা আইন অমান্য করছে তাদের ধরতেই এই অভিযান শুরু করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024