স্বদেশ জুড়ে: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাসের করা এক মামলায় বিএনপির এ জ্যেষ্ঠ নেতাকে জেলে পাঠানো হয়। মামলার আরজিতে বলা হয়, এম কে আনোয়ার মিথ্যা তথ্য প্রচার করে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন। বাদীকে সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় করেছেন।
সোমবার মহানগর ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ এ আদেশ দেন। এসময় বিচারক আনোয়ারকে জেল কোড অনুযায়ী চিকিৎসা সুবিধা দিতেও জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। গত ৮ মে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাম্প্রদায়িক উস্কানি ও মানহানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ। গত ৫ মে পুলিশ ও হেফাজতের মধ্যে সংঘর্ষের সময় শাপলা চত্বর ও বায়তুল মোকাররম মসজিদ এবং আশপাশের এলাকায় ভাঙচুর, কোরআনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমকে আনোয়ার এ ঘটনার জন্য দেবাশীষকে দায়ী করে পরদিন সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ওই বক্তব্যের কারণেই তিনি মামলাটি করেন।
Leave a Reply