আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ঢাকা ও চট্টগ্রামের আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সকল পক্ষের জন্য অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে তাগিদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিং এ এই তাগিদের কথা জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মেরি হার্ফ। ব
তিনি বলেন, স্বচ্ছ ও নিরেপেক্ষ পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা বাংলাদেশের নির্বাচন কমিশনের উপযুক্ত ভুমিকা দেখার অপেক্ষায় আছি। তাছাড়া ঢাকা ও চট্টগ্রাম সিটির ভোটাররা যাতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে এবং প্রর্থীরাও যাতে নির্বিঘেœ নির্বাচনী প্রচার চালাতে পারে সেটাই সকলের প্রত্যাশা। ব্রিফিং এ বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নোত্তর অংশটি নিচে হুবহু তুলে দেয়া হলো-
প্রশ্ন: আমরা কি বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি?
হার্ফ: হ্যাঁ পারি।
প্রশ্ন: আপনাকে ধন্যবাদ। গত সোমবারও আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম-আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে আপনাদের কি তথ্য রয়েছে?
হার্ফ: হ্যাঁ..।
প্রশ্ন: আপনার কাছে এ বিষয়ে কি রয়েছে আমি জানতে চাই।
হার্ফ: হ্যাঁ, বিষয়টিতে আমি খুব বেশি একটা অবগত না। সিটি নির্বাচনের এ ঘোষণাকে আমরা স্বাগত জানাই। কর্তৃপক্ষ যারা এ নির্বাচনের আয়োজন করেছেন এবং যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদেরকে স্বচ্ছ, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত একটি নির্বাচন আয়োজনের আহবান জানিয়েছি। বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনকে ভোটারদের মত প্রকাশের স্বাধীনতা ও প্রচারাভিযানে সহযোগিতার সুযোগ করে দিতে আমাদের আহবান পুর্নব্যক্ত করেছি। যাতে করে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। সব দলই গণতন্ত্রাকি চর্চা মেনে চলবে বলে আমরা আশাবাদী। এখানে সহিংসতার কোন সুযোগ থাকবে না। বাংলাদেশীদের এগিয়ে চলার পথে এটাই যক্তরাষ্ট্রের বার্তা।
প্রশ্ন: আজকে একটি সংবাদে আমরা দেখলাম পুলিশ এক কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করেছে। ঢাকায় বিরোধীদলের আরেক বড় প্রার্থী হলেন মির্জা আব্বাস, তিনি আদালতে জামিন চাইতে গিয়েছিলেন। আদালত এ বিষয়ে বিভক্ত রায় দিয়েছে। একজন বিচারক জামিন মঞ্জুর করেছেন আরেকজন করেননি। আপনি এটাকে কিভাবে দেখছেন ? আসলে এই ঘটনার মতোই, সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রকৃতঅর্থে তা বিরোধীদলের জন্য।
হার্ফ: আমি আজকের প্রতিবেদনটি দেখিনি। আমাদের সেটি দেখার সুযোগ দিন, এ বিষয়ে কোন কিছু বলার থাকলে অপেক্ষা করে দেখতে হবে।
প্রশ্ন: ধন্যবাদ।
হার্ফ: হ্যাঁ। এগিয়ে যান।
প্রশ্ন: বাংলাদেশ নিয়ে আমার আরেকটি প্রশ্ন আছে।
হার্ফ: হ্যাঁ বলুন।
প্রশ্ন: সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বেশকিছুদিন যাবত নিখোঁজ আছেন। তার পরিবার প্রধানমন্ত্রীসহ সবার কাছে অভিযোগ করে আসছে তাকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা অপহরণ করেছে। কিন্তু সরকার বলছে তারা এ বিষয়ে কিছু জানে না। এ বিষয়ে কি আপনার কাছে কোন তথ্য আছে?
হার্ফ: না, আমার কাছে নেই। বিষয়টি নিয়ে আমরা যাচাই করবো।