শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫

এরশাদকে প্রচারণা না চালাতে ইসির নির্দেশ

এরশাদকে প্রচারণা না চালাতে ইসির নির্দেশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারমান হুসেইন মুহম্মদ এরশাদকে সব ধরনের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোরশেদ লিখিতভাবে এ নির্দেশ দেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে প্রত্যক্ষভাবে প্রচারণা চালিয়েছেন মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ। সম্প্রতি এক নির্বাচনী সভায় তিনি নিজেকে আচরণবিধির ঊর্ধ্বে দাবি করেছেন। এ ছাড়া বেশ কয়েকটি পত্রপত্রিকায় তার আচরণবিধি লঙ্ঘনের খবর প্রকাশ হয়। গতকাল ইসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাংবাদিকদের জানান, আচরণবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে মন্ত্রী, মন্ত্রীবর্গ বা সমমর্যাদার কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। এর পর গতকাল বিকালেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের পক্ষ থেকে এরশাদকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকতে বলা হয়।

এ খবরের সত্যতা নিশ্চিত করে রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোরশেদ জানান, এরশাদ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তিনি সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন। তাই তিনি আচরণবিধি অনুসারে নির্বাচনী কাজে অংশ নিতে পারেন না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024