বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১১

নির্বাচন সামনে রাজধানীতে বাড়ছে অস্ত্রের চাহিদা

নির্বাচন সামনে রাজধানীতে বাড়ছে অস্ত্রের চাহিদা

নিউজ ডেস্ক: সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজধানীতে অস্ত্রের চাহিদা বেড়ে যাওয়ায় অস্ত্র ব্যবসায়ীরা নতুন করে সংঘবদ্ধ হয়ে অস্ত্র বেচাকেনা শুরু করেছে। মঙ্গলবার রাতে দুটি পৃথক অভিযানে পাঁচজন অস্ত্র ব্যবসায়ীকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সেই সঙ্গে ২০ রাউন্ড গুলি ও একটি চাপাতিও উদ্ধার করা হয়। গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (দক্ষিণ) উপপুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার মো. আহসান হাবীবের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, দুজন কাউন্সিলর প্রার্থীকে হত্যার পরিকল্পনা করছিলেন তারা। এজন্যই এই অস্ত্রগুলো সরবরাহ করা হয়েছিল। মনিরুল ইসলাম বলেন, এখন থেকে অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় চাপাইনবাবগঞ্জ জেলা থেকে অস্ত্র বিক্রয়ের জন্য ঢাকায় আসা এমদাদ হোসেন (৩৬), দেলোয়ার হোসেন (২৪) ও চান মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি অস্ত্র, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024