আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বের সবেচেয়ে ক্ষমতাবান পাসপোর্ট ব্যবহারের সৌভাগ্য সুইডেনের নাগরিকদের। তারা বিনা ভিসায় বিশ্বের সবেচেয়ে বেশি সংখ্যক দেশ ভ্রমণের সুযোগ পান। অবশ্য সুইডেনের মতো ১৭৪টি দেশে বিনা ভিসায় ভ্রমণের সুযোগ আছে আরো চারটি দেশেরও। দেশগুলো হচ্ছে- ফিনল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
তবে বিনা ভিসায় ভ্রমণের সুযোগের পাশাপাশি পাসপোর্ট তৈরির খরচও র্যাংকিংয়ে বিবেচনায় নেওয়ায় সুইডেন প্রথম হয়েছে। দেশটিতে নতুন একটি পাসপোর্ট তৈরি করতে মাত্র ২৮ ডলার খরচ হয় নাগরিকদের। ক্ষমতাবান পাসপোর্ট তালিকার পরবর্তী চার দেশ- ফিনল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে সে খরচ ৭৩ ডলারের মতো।
গো ইউরো নামে একটি ওয়েবসাইট বিশ্বের নানা দেশের পাসপোর্টের সর্বশেষ যে র্যাংকিং প্রকাশ করে তাতে এই চিত্র ফুটে উঠেছে। ওয়েবসাইটটি মোট ৫১টি দেশের র্যাংকিং করেছে। এছাড়া তাদের তথ্যে দেখা গেছে, লন্ডন শহরে ব্রিটিশদের বাইরে সবেচেয়ে বেশি থাকেন ডেনমার্কের পাসপোর্টধারীরা। এরপরে রয়েছে যথাক্রমে কানাডিয়ান, স্প্যানিশ, বেলজিয়ান এবং ডাচরা।
ইউরোপ ও উত্তর আমেরিকান বিভিন্ন দেশের পাসপোর্টধারীদের বাইরে প্রথম ২০-এর মধ্যে আছেন শুধু জাপান (১৩) আর সিঙ্গাপুরের (২০) নাগরিকরা। তুরস্কের নাগরিকদের একটি নতুন পাসপোর্ট পেতে সবচেয়ে বেশি ১৬৬ ডলার (১৩ হাজার টাকা প্রায়) খরচ করতে হয়। আর তালিকার দেশগুলোর মধ্যে ভারত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরাকে মাত্র ২০ ডলারে (১৫০০ টাকা) নতুন পাসপোর্ট পাওয়া যায়।