শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও ১৮ দলের সমর্থিত ‘সম্মিলিত নাগরিক জোটের’ আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর তেলিহাওরে কামরানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। কার্যালয় উদ্বোধনকালে মোনাজাত পরিচালনা করেন তেলিহাওর জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ন্যাপের সৈয়দ এমএ হান্নান, গণতন্ত্রী পার্টির ব্যারিস্টার আরশ আলী, ওয়ার্কার্স পার্টির আবুল হোসেন, সিকান্দর আলী, আওয়ামী লীগ নেতা শফিউল আলম নাদেল, এ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।
অন্যদিকে, সোমবার রাত ৮টার দিকে নগরীর জিন্দাবাজারস্থ শ্যামলী কমিউনিটি সেন্টারে আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন ১৮ দলীয় জোট সিলেট মহানগর শাখার আহ্বায়ক ও মহানগর বিএনপির সভাপতি এমএ হক। কার্যালয় উদ্বোধনী কালে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুসলেহ উদ্দিন রাজু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক আতাউর রহমান পীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কাহের শামীম, অ্যাডভোকেট নোমান মাহমুদ, অ্যাডভোকেট নূরুল ইসলাম, নাসিম হোসাইন, আবদুল কাইয়ূম জালালী পংকী, বদরুজ্জামান সেলিম, আজমল বখত সাদেক, জামায়াত নেতা ডা. সায়েফ, মাওলানা সোহাইল হোসেন প্রমুখ।
Leave a Reply