নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে ভোট। নামে নির্দলীয় হলেও দৃশ্যত দলীয় রূপ নিয়েছে ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। কে হচ্ছেন তিন করপোরেশন মেয়র?
নানা জরিপ, নানা আলোচনা। টেলিভিশন চ্যানেলগুলোতে প্রতিদিনই বিতর্কে লিপ্ত হচ্ছেন প্রার্থীরা। চ্যানেল আইয়ের টক শো তৃতীয় মাত্রায় গতকাল রাতে মুখোমুখি হয়েছিলেন ঢাকা উত্তরের প্রার্থী আনিসুল হক এবং তাবিথ আউয়াল। দর্শক ভোট গেছে তাবিথ আউয়ালের পক্ষে।
ওদিকে, অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের জরিপের ফল অনুযায়ী, ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মির্জা আব্বাস, উত্তরে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক এবং চট্টগ্রামে বিএনপি সমর্থিত মনজুর আলম এগিয়ে রয়েছেন।
বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ২২ থেকে ২৪শে এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনের ১২০০ ভোটারের ওপর জরিপ চালানো হয়। ঢাকা উত্তরের ২৩টি ও দক্ষিণের ৩০টি ওয়ার্ডে দৈব চয়ন প্রক্রিয়ায় ভোটার বাছাই করা হয়। চট্টগ্রামে জরিপ পরিচালনা করা হয়, ১৯ থেকে ২২শে এপ্রিল। ৬০০ জন ভোটারের ওপর এ জরিপ পরিচালনা করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আনিসুল হককে ভোট দেবেন বলে জানিয়েছেন, জরিপে অংশ নেয়া ২৭ শতাংশ ভোটার। বিএনপির সমর্থিত তাবিথ আউয়ালের পক্ষে আছেন ১৭ শতাংশ অংশগ্রহণকারী।
এছাড়া, অংশগ্রহণকারীদের মধ্যে ১১.৩৩ শতাংশ জোনায়েদ সাকি ও ৬.৫০ শতাংশ মাহী বি. চৌধুরীকে ভোট দেবে বলে জানিয়েছে। ৫৭ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন আনিসুল হকই হতে যাচ্ছেন ঢাকা উত্তরের মেয়র। তাবিথ আউয়ালকে পরবর্তী মেয়র হিসেবে ভাবছেন প্রায় ৩১ শতাংশ ভোটার। জরিপে অংশ নেয়া ৩৩ শতাংশ ভোটার এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে, ঢাকা দক্ষিণে এগিয়ে রয়েছেন বিএনপি সমর্থিত মির্জা আব্বাস। মির্জা আব্বাসকে ভোট দিবেন বলে জানিয়েছেন জরিপে অংশ নেয়া ৩৭ শতাংশ ভোটার। এদিকে, আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকনকে ভোট দেবেন বলে জানিয়েছেন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৯ শতাংশ। মির্জা আব্বাসই ঢাকা দক্ষিণের পরবর্তী মেয়র হতে যাচ্ছেন বলে মনে করেন ৪৭ শতাংশের বেশি।
চট্টগ্রাম সিটি করপোরেশনে জরিপের ফল অনুযায়ী এগিয়ে আছেন বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম। জরিপে ৪৭ শতাংশ ভোট পেয়েছেন তিনি। আওয়ামী লীগ সমর্থিত আজম নাছির উদ্দিন পেয়েছেন ৪৩ শতাংশ ভোট।
তৃতীয় মাত্রার ভোটে জয়ী তাবিথ: চ্যানেল আই’র মধ্যরাতের জনপ্রিয় টক শো তৃতীয় মাত্রা। যে অনুষ্ঠানে মোবাইলে এসএমএসের মাধ্যমে দর্শকদের সুযোগ থাকে অতিথিদের পক্ষে-বিপক্ষে ভোট দানের। জিল্লুর রহমানের উপস্থাপনায় শনিবার রাতের তৃতীয় মাত্রা’য় অংশ নেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক এবং বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল। দুই প্রার্থীই ঢাকাকে নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন।
জানান, কেন তারা জনগণের ভোট পাওয়ার দাবিদার। অনুষ্ঠানে দর্শকদের ভোটে জয়ী হয়েছেন তাবিথ আউয়াল। তিনি পেয়েছেন, ৬৩ ভাগ ভোট। অন্যদিকে, আনিসুল হক ভোট পেয়েছেন, ৩৬ ভাগ। ১ ভাগ ভোটার দুই জনের কাউকেই সমর্থন দেননি।
উপস্থাপক জিল্লুর রহমান অবশ্য বলেছেন, তৃতীয় মাত্রায় ঢাকা উত্তরের বাইরের মানুষও ভোট দিতে পেরেছেন। তাই এটিকে শেষ অবস্থান হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। তবে এটি শেষ মুহূর্তে প্রার্থীদের কৌশল নির্ধারণে সাহায্য করবে।