স্বদেশ জুড়ে: বুধবার সারাদেশে হরতাল ডেকেছে বিরোধী দল। বিরোধী দলের হরতালের আগের দিন মঙ্গলবার ভোর সাড়ে ৫টার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সরকারি বাড়ির ভেতরে হাতবোমা ছোড়া হয়েছে। ইস্কাটন রোডে মন্ত্রীর বাড়ির ভেতরে হাতবোমা দুটি বিস্ফোরণ ঘটলেও কেউ হতাহত হয়নি।
তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। বিস্ফরিত বোমাগুলি কারা ছুড়েছিলো তা নিশ্চিত হতে না পারলেও সরকারি দলের নেতাদের সন্দেহ বিরোধী দলের কর্মীদের দিকে। তাই এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
এদিকে হরতালের আগের দিন বেলা ৩টার দিকে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সহিংস কিছু ঘটনার মধ্যে রাজধানীর মহাখালী ও আরামবাগে অন্তত দুটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালের সামনে একটি প্রাইভেটকারে আগুন দেয়। খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। প্রায় একই সময় আরামবাগে আইএফআইসি ব্যাংকের একটি পাজেরো জিপে আগুন দেয়া হয়।
প্রসঙ্গত: তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিরোধীদলের সাম্প্রতিক হরতালে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে।
Leave a Reply