বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮

বিমান বহর থেকে বাদ পড়ছে পুরনো ডিসি-১০

বিমান বহর থেকে বাদ পড়ছে পুরনো ডিসি-১০

/ ১৩৯
প্রকাশ কাল: বুধবার, ২৯ মে, ২০১৩

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: শ্বের বিভিন্ন দেশ থেকে বিদায় নেয়া পুরোনো মডেলের উড়োজাহাজ ডিসি-১০ বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ধরনের (ডিসি ১০) উড়োজাহাজের তেল খরচ, জনশক্তি ও রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি হওয়ার কারণে ৩০ বছরের পুরনো ডিসি-১০ মডেলের দুটি উড়োজাহাজ চলতি বছরের নভেম্বর মাসেই বিমানের বহর থেকে বাদ দেয়া হচ্ছে।

জ্বালানি খরচ বেশি হওয়ায় ডিসি-১০ উড়োজাহাজ দুটি বাদ দেয়া হচ্ছে বলে জানালেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল। এ সময় কেভিন আরো বলেন, আগামী বছরের মধ্যে বিমানের নিজস্ব দুটি বোয়িং ৭৭৭ এবং দুটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ এসে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া আগামী হজ মৌসুমের আগে আরো অন্তত চারটি উড়োজাহাজ ড্রাই লিজ পদ্ধতিতে ভাড়ায় আনার কথা ভাবা হচ্ছে। ২০১৪-১৫ সালের মধ্যে বিমানের বর্তমান বহরকে দ্বিগুণের পরিকল্পনাও জানান বিমান এমডি। ডিসি-১০ উড়োজাহাজ দুটি বহর থেকে বাদ দিলেও ফ্লাইট পরিচালনায় তেমন চাপ পড়বে না বলে জানান তিনি।

প্রসঙ্গত: যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস অ্যান্ড ডগলাস নির্মিত ডিসি-১০ মডেলের উড়োজাহাজ বর্তমানে বিশ্বের অন্য কোনো বিমান সংস্থা ব্যাবহার করে না। কোম্পানিটি শেষ ডিসি-১০ তৈরি করেছিলো ১৯৮৮ সালে।  বিশ্বের অন্যান্য বিমান সংস্থা গুলোর কোনোটিরই বহরে ৫ থেকে ৭ বছরের পুরনো উড়োজাহাজ নেই। বিমানের বর্তমান বহরে ৩০ বছরের পুরনো ডিসি-১০ দুটি ছাড়াও দুটি এয়ারবাস, দুটি বোয়িং-৭৭৭ ও দুটি ভাড়ায় আনা বোয়িং-৭৩৭ মডেলের উড়োজাহাজ রয়েছে। বিমান বহর থেকে ডিসি ১০ বাদ দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এভিয়েশন বিশেষজ্ঞরা।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2023