শীর্ষবিন্দু নিউজ: সিলেটের প্রাচীনতম বিদ্যাপিঠ দি এইডেড হাই স্কুলের পূনমিলনী ২০১৫ সাফল্যমন্ডিত করতে বামিংহাম ও লুটনে বসবাসরত ছাত্রদের উ্দ্যেগে বৃটেন তথা পুরো ইউরোপ জুড়ে সকল প্রাক্তন ছাত্রদের প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। লন্ডনের পর এবার প্রস্তুতি সভা বিস্তৃত করা হয়েছে বামিংহাম ও লুটনে।
উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত থাকবেন আহবায়ক মাহমুদ হাসান এমবিই। সাথে যোগ দিচ্ছেন লন্ডনে বসবাসরত প্রাক্তন ছাত্ররা। বামিংহাম ও লুটন ছাড়াও পুরো বৃটেনের সকল এইডেড হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে। যারা এখনো রেজিস্ট্রেশন করতে পারেন নি। তারা এইদিন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। অনুগ্রহপূরক ম্যাগাজিনের জন্য এক কপি পাসপোট সাইজের ছবি ও অনুষ্ঠানে প্রবেশ ফি ২৫ পাউন্ড জমা দিয়ে নিজের আসন নিশ্চিত করতে আহবায়ক কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বামিংহাম সভার স্থান ও সময়: 10th May 2015 Sunday. Bangla TV Studio, 45-47 Golden Hillock Road, Birmingham, West Midlands B10 0JU. যোগাযোগ: আতিক-078 3771 6530. দুলাল 077 3253 9072
লুটন সভার স্থান ও সময়: 11th May 2015, Monday. Anado Mahal, 69-77 Leagrave Road, Luton LU4 8HT.
যোগাযোগ: জহির-079 4418 9891. সুহেল: 079 3094 3543