শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনের পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ দল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। বৃটেনের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় বাকিংহাম প্রাসাদে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন কনজারভেটিভ দলের নেতৃত্বে থাকা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
আশা করা হচ্ছে, রানী বৃটিশ প্রধানমন্ত্রীকে সরকার গঠনে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নির্বাচনপূর্ব জনমত জরিপকে ভুল প্রমাণ করে এড মিলিব্যান্ডের নেতৃত্বাধীন লেবার পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে স্বল্প সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্যামেরনের কনজারভেটিভ দল এখন বিজয় অভিমুখে।