দুনিয়া জুড়ে ডেস্ক: চীনের পূর্বাঞ্চলের এক শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের টয়লেটের পানি নিষ্কাশন পাইপের ভেতর থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়।
সোমবার হাংঝু ডট কম ডট সিএন জানায়, চীনের পূর্বাঞ্চলীয় ঝিজিয়াং প্রদেশের জিনহুয়াতে একটি অ্যাপার্টমেন্ট ভবনের পঞ্চম তলার একটি টয়লেটে নবজাতকের কান্না শুনে বাসিন্দারা দমকল বাহিনীকে খবর দেয়। সেখান থেকে দু’দিন বয়সের মেয়ে শিশুটিকে উদ্ধার করার প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর উদ্ধারকর্মীরা ১০ সেন্টিমিটার ব্যাসার্ধের (চার ইঞ্চি) পাইপটি কেটে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। শিশুটিকে ইনকিউবেটরে রাখা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। পুলিশ এখন শিশুটির মা-বাবার খোঁজ করছে।
Leave a Reply