মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮

লেবার নেতা এড মিলিব্যান্ডের পদত্যাগ

লেবার নেতা এড মিলিব্যান্ডের পদত্যাগ

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টির কাছে শোচনীয় পরাজয়ের গ্লানির মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড। দলের জন্য ভোটের রাতকে খুবই হতাশাব্যঞ্জক ও কঠিন বলে বর্ণনা করে গভীরভাবে দুঃখ প্রকাশ করেন মিলিব্যান্ড।

নির্বাচনপূর্ব জরিপগুলোতে প্রধান দুই দলের মধ্যে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া গেলেও ভোটের হিসাব সব চিত্রই পাল্টে দিয়েছে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সুষ্পষ্ট জয়ে আগেভাগেই পরাজয় মেনে নেন লেবার নেতা এড মিলিব্যান্ড। এর পরপরই দলের নেতৃত্ব থেকেসরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

দলের বৈঠকে মিলিব্যান্ড বলেন, ব্রিটেনের একটি শক্তিশালী লেবার পার্টি দরকার। যে দলটি এ পরজায়ের পরও উঠে দাঁড়াতে পারবে। যাতে করে দলটি আবারো জনগণের সেবায় আত্মনিয়োগ করার জন্য একটি সরকার গঠন করতে পারে। এখন অন্য কারো দলের নেতৃত্ব গ্রহণ করে দলকে সামনে এগিয়ে নেয়ার সময়। সুতরাং, আমি পদত্যাগের সিদ্ধান্ত জানাচ্ছি।

৮ মে বিকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের ৭০ বছর পূর্তি পালনের পরই বিদায় নিচ্ছেন বলে জানান মিলিব্যান্ড। নতুন কোনো নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত লেবার পার্টির উপ-নেতা হ্যারিয়েট হারম্যানই দলের নেতৃত্বে থাকবেন বলেও জানান তিনি। লেবার পার্টি এবারের নির্বাচনে বসচেয়ে বেশি ধরাশায়ী হয়েছে স্কটল্যান্ডে। স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি)উত্থানে ভেসে গেছেন লেবারের উঁচু সারির অনেক নেতাও। তাছাড়া, কনজারভেটিভ পার্টির কাছেও ভোটে বহু আসন খুইয়েছে দলটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024