মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭

রোশনারার জন্মস্থান ভুরকি গ্রামে আনন্দের বন্যা

রোশনারার জন্মস্থান ভুরকি গ্রামে আনন্দের বন্যা

নিউজ ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো বৃটেন পার্লামেন্ট নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন বিশ্বনাথের মেয়ে রোশনারা আলী। বৃটেনের লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে সিলেটের মেয়ে রোশনারা আলী সৃষ্টি করেন এ ইতিহাস।

এমন সংবাদে গতকাল দুপুরে আনন্দে উচ্ছ্বসিত ছিল বিশ্বনাথের সর্বত্র। মিষ্টি বিতরণ-কোলাকুলির মাধ্যমে এই আনন্দ প্রকাশ করেন উপজেলাবাসী। এদিকে বিজয়ী হতে পরে স্থানীয় গণমাধ্যমে সিলেটসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোশনারা আলী। এ সময় তিনি ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

বৃটেনের পার্লামেন্ট নির্বাচনের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাঙালি হিসেবে রোশনারা আলী এমপি নির্বাচিত হওয়ায় তার পিতৃভূমি বিশ্বনাথের মতো নিজগ্রাম উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকি গ্রামেও ছিল আনন্দের বন্যা।

রুশনারা আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকি গ্রামের প্রবাসী আফতাব আলী ও রানু বেগম দম্পতির ২য় কন্যা। ১৯৭৫ সালের ১৪ মার্চ জন্মগ্রহণ করেন রুশনারা আলী। তার ডাক নাম স্বপ্না। মাত্র ৭ বছর বয়সে ‘ভুরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ ছাত্রী রোশনারা আলী পিতা-মাতার সঙ্গে পাড়ি জমান স্বপ্নের দেশ যুক্তরাজ্যে। সেখানে যাওয়ার পর তিনি লন্ডনের মালবেরি স্কুলে পড়াশোনা করেন।

এরপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, অর্থনীতি ও দর্শনে ডিগ্রি অর্জন করেন। রুশনারা আলী কাজ করেছেন পার্লামেন্টে, ফরেন অফিস, হোম অফিস ও আইপিপিআর-এ। এছাড়া তিনি একজন দক্ষ সংগঠক ও লেখক।

জানা গেছে, রুশনারা আলীর বিজয়ে ভুরকি গ্রামের সাধারণ মানুষের মাঝে লক্ষ্য করা যায় অন্যরকম এক আনন্দের ছাপ। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের মনে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। গ্রামের ৭০ ঊর্ধ্ব বৃদ্ধ তাদের প্রতিক্রিয়াতে বলেন, জীবদ্দশায় এ রকম আনন্দের সংবাদ কখনও পাননি। আশা করি রোশনারা বিশ্ব দরবারেও ভুরকি তথা বিশ্বনাথ এবং বাংলাদেশের নামটিকে আরও উজ্জ্বল করবে।

উপজেলার একটি অজোপাড়া গ্রাম ভুরকি। কৃষিতে স্বয়ংসম্পূর্ণ থাকলেও ভুরকি গ্রামটি এখনও নানান সমস্যায় জর্জরিত রয়েছে। তবে রোশনারা আলী বৃটেনের দ্বিতীয়বারের মতো বাঙালি এমপি নির্বাচিত হওয়ায় তার জন্মভূমি ভুরকি গ্রামও চলে এসেছে আলোচনায়। নিজের নামের অর্থ দিয়েই যেন রোশনারা আলী আলোচিত করেছেন নিজ গ্রাম ভুরকি তথা বাংলাদেশকে। তাই তাকে নিয়ে উপজেলাবাসীর গর্বের অন্ত নেই।

উপজেলার লামাকাজী ইউপি চেয়ারম্যান বলেন, নিজ ইউনিয়নের বাসিন্দা রোশনারা আলী আবারও বৃটেনের এমপি নির্বাচিত হওয়ায় ইউনিয়নবাসী আনন্দিত। এলাকায় আনন্দের বন্যা বইছে। উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, বিশ্বনাথের কৃতী সন্তান। আমরা গর্বিত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024