প্রযুক্তি আকাশ ডেস্ক: বাংলাদেশে ইন্টারনেট ডট অর্গের বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর বিষয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তিনি লিখেছেন, আমরা বাংলাদেশে রবি নেটওয়ার্কে ইন্টারনেট ডট অর্গ সেবাটি চালু করেছি। বিশ্বকে সংযুক্ত করার আরেকটি পদক্ষেপ এটি। বাংলাদেশে ১৭ কোটিরও বেশি মানুষ বসবাস করেন।
কিন্তু এদের মধ্যে মাত্র ১০ শতাংশ ইন্টারনেটে যুক্ত থাকেন। গবেষণায় দেখা গেছে, ইন্টারনেটে যুক্ত হওয়া প্রতি ১০ জন মানুষের মধ্যে কমপক্ষে একজন দারিদ্র্যতা থেকে মুক্তি পেয়েছেন। কারণ, ইন্টারনেট চাকরি, শিক্ষা, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় যোগাযোগ সেবার দুয়ার খুলে দেয়। আমাদের এখন সুযোগ রয়েছে বাংলাদেশের ১ কোটিরও বেশি এবং বিশ্বের কোটি কোটি মানুষকে ইন্টারনেট সুবিধার আওতায় আনার। স্ট্যাটাসের সঙ্গে একটি ছবিও আপলোড করেন জাকারবার্গ।
ছবিটিতে একজন ক্যামেরা হাতে একজন নারীকে দেখা যায়। ছবিটির ওই নারী সমপর্কে জাকারবার্গ বলেন, এটি বাংলাদেশী সাংবাদিক জয়ীতার ছবি। তিনি খবরের অ্যাসাইনমেন্ট ও চাকরি সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিজের মোবাইল ফোন ব্যবহার করেন। স্ট্যাটাসের সঙ্গে #কানেক্টবাংলাদেশ ও কানেক্টদ্যাওয়ার্ল্ড নামের দুটি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তিনি।
ফেসবুক কর্তৃপক্ষের ইন্টারনেট ডট অর্গ মূলত বিভিন্ন উন্নয়নশীল ও দরিদ্র দেশে ইন্টারনেট সেবা ছড়িয়ে দেয়া ও উৎসাহিত করার বিশেষ উদ্যোগ। এর মাধ্যমে বিশেষ কিছু ইন্টারনেটভিত্তিক সেবা বিনামূল্যে উপভোগ করার সুযোগ পান সংশ্লিষ্ট দেশের গ্রাহকরা।