দুনিয়া জুড়ে ডেস্ক: ভারত সম্প্রতি জাপানকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে স্থান করে নিয়েছে বলে একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা জানিয়েছে। চলতি অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৩ শতাংশেরও নিচে অর্জিত হতে পারে। তারপরেও জাপানকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশের স্থানে ভারত উঠে এসেছে। প্যারিসভিত্তিক অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট (ওইসিডি) বুধবার এ তথ্য জানায়।
সংস্থাটির ইকোনোমিক আউটলুক প্রতিবেদনে বলা হয়, আগামী অল্প কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হিসেবে স্থান করে নেবে চীন এবং ভারত। ২০৬০ সালে ভারতের জনপ্রতি উৎপাদন বর্তমানের তুলনায় আট গুণের বেশি হবে। আর চীন ও ইন্দোনেশিয়ার ক্ষেত্রে জনপ্রতি উৎপাদন বাড়বে ছয় গুণ। সম্ভবত সম্প্রতি জাপানকে ছাড়িয়ে তৃতীয় বৃহত্তম অর্থনীতির জায়গা করে নিয়েছে। ২০২০ সাল নাগাদ বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর মধ্যে চীনের প্রবৃদ্ধিই সবচেয়ে বেশি হবে বলে সংস্থাটির পূর্বাভাসে বলা হয়।
Leave a Reply