দুনিয়া জুড়ে ডেস্ক: বহুল আলোচিত পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই হজ পালনের জন্য এখন সপরিবারে সৌদি আরবে। ভ্রমণ পথে আবুধাবিতে যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাতের আগে তার এই সফর লোকচক্ষুর আড়ালেই ছিলো। তার এই সফর নিয়ে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের কিছু জানা ছিলো না।
মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই আরব নিউজকে বলেন, এটা একটা ব্যক্তিগত সফর এবং উমরাহ পালনের উদ্দেশ্যেই এখানে আসা হয়েছে। তিনি জানান, ১৫ বছর বয়সী মালালা বর্তমানে লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন। পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে তাকে। এর পাশাপাশি একটি বইও লিখছেন তিনি। আত্মজীবনীর জন্য বিশ্বখ্যাত লিটল ব্রাউন প্রকাশনার সঙ্গে গত মার্চে ৩০ লাখ ডলারের একটি চুক্তি করেছেন মালালা। আগামী নভেম্বরে বইটি প্রকাশের কথা রয়েছে।
প্রসঙ্গত: গত ৯ অক্টোবর গুলিবিদ্ধ হওয়ার পর তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় শেখ মোহাম্মদ ও সংযুক্ত আরব আমিরাত সরকারকে ধন্যবাদ দিতে সোমবার আবুধাবিতে যাত্রাবিরতি করেন মালালা। সেই সময় মালালার চিকিৎসার জন্য তাকে পাকিস্তান থেকে যুক্তরাজ্যে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের একটি দল পাঠিয়েছিলো আরব আমিরাত। আবুধাবি থেকে মঙ্গলবার মক্কায় যান মালালা। গত জানুয়ারিতে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়া পান মালালা। গত মাস থেকে আবার স্কুলে যাওয়া শুরু করেন তিনি।
Leave a Reply