শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯

জেটপ্যাকে চড়ে দুবাইয়ে উড্ডয়ন

জেটপ্যাকে চড়ে দুবাইয়ে উড্ডয়ন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:  চড়ে পুরো দুবাইয়ের ওপর দিয়ে উড়ে বেড়ালেন সুইস পাইলট ও প্রকৌশলী ইয়েভেস রোসি। এ সময় তার সঙ্গে ছিলেন স্কাইডাইভার ভিন্স রেফেত। প্রসঙ্গত, জেটপ্যাক হলো নির্দিষ্ট একজন বা দু’জনের উড্ডয়নের জন্য বিশেষ মোটরচালিত পাখনাস্বরূপ।

সোমবার জেটপ্যাকে চড়ে তাদের দুবাইয়ে উড়ে বেড়াবার একটি ভিডিও প্রকাশিত হয়েছে ভিডিও বিনিময়ের ওয়েবসাইট ইউটিউবে। মারাত্মক বিপজ্জনক এ উড্ডয়নের ভিডিওটি ইতিমধ্যেই দেখেছে হাজার হাজার মানুষ। টাইম ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, ভিডিওটি ধারণ করা হয়েছে একটি বিমান থেকে। এ ছাড়া রোসি ও রেফেতের সঙ্গেও লাগানো ছিল দুটি ক্যামেরা।

একপর্যায়ে তারা বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফার চারপাশেও ঘুরপাক খান। এর আগে নিজের বানানো জেটপ্যাকে চড়ে জাপানের মাউন্ট ফুজি এবং গ্র্যান্ড ক্যানিয়নের ওপর দিয়েও উড়েছেন রোসি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024