শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আগামী মাসে রমজান শুরুর আগেই বাংলাদেশ থেকে ২০ হাজার নারী শ্রমিক সৌদি আরবে পাঠানো সম্ভব হবে। ইতিমধ্যে ৩০ হাজার গৃহকর্মীর ভিসা এসে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার বিকেলে সফররত সৌদি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
প্রবাসী কল্যানমন্ত্রী জানান, সৌদি আরব তাদের চাহিদা অনুযায়ী ৫০ হাজার নারী শ্রমিক নেওয়ার আগ্রহ জানিয়েছে। এজন্য এক’শ রিক্রুটিং এজেন্সিকে দু’শজন করে নারী শ্রমিক সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে তাদের চাহিদা অনুযায়ী আমরা যথা সময়ে গৃহকর্মী পাঠাতে পারি।
মানবপাচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘আমরা শুধু বৈধ কর্মী নিয়ে কাজ করি, অবৈধ কর্মী নয়। মানবপাচার বিষয়ে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে। বৈধ ও অবৈধ কর্মীর বিষয়টি গুলিয়ে ফেললে অসুবিধা হবে। তবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আমাদের যোগাযোগ রয়েছে।