শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩

সিলেটে তাবলীগ নেতার গলা কাটা লাশ উদ্ধার

সিলেটে তাবলীগ নেতার গলা কাটা লাশ উদ্ধার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট শহরে তাবলিগ জামায়াতের স্থানীয় এক আমিরকে তার বাসায় গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ইব্রাহিম আবু খলিল (৫৫) ভারতে চিল্লা শেষে দুই দিন আগে দেশে ফেরেন। তিনি সিলেট তাবলিগ জামায়াতের আমিরের দায়িত্বে ছিলেন বলে তার ছেলে সাজিদ উদ্দিন জানান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, সোমবার সকাল ১০টার দিকে নগরীর চারাদিঘীর পাড়ে ইব্রাহিমের বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শোবার ঘরে খাটের নিচে হাত-বাঁধা ও গলা কাটা লাশটি পাওয়া যায়। মুখের উপর একটি বালিশ চাপা দেয়াও ছিল। নিহতের ঘর থেকে ল্যাপটপ ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে স্বজনরা পুলিশকে জানিয়েছেন।

নিহতের ছেলে সাজিদ জানান, রোববার রাতে খাওয়ার পর তার বাবা ঘুমিয়ে পড়েন। সকালে তারা ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে তারা রক্তাক্ত লাশ দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024