শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫

লন্ডনের বৈশাখী মেলায় এইডেড হাইস্কুল পূর্নমিলনী‘র রেজিস্ট্রেশনে বিপুল সাড়া

লন্ডনের বৈশাখী মেলায় এইডেড হাইস্কুল পূর্নমিলনী‘র রেজিস্ট্রেশনে বিপুল সাড়া

শীর্ষবিন্দু নিউজ: বাঙ্গালী ধারাবাহিক ঐতিহ্যর সাথে মিল রেখে দি এইডেড হাইস্কুলের প্রাক্তন ছাত্ররা লন্ডনে বৈশাখী মেলার সাথে একাত্বতা প্রকাশ করে প্রাক্তন ছাত্রদের জন্য রেজিষ্টেশনের আয়োজন করেন।

রোববার লন্ডনে আয়োজিত বৈখাখী মেলায় বিপুল সংখ্যাক এইডেড হাই স্কুলের ছাত্রদের উপস্থিতিতে রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়। মেলায় আগত প্রাক্তন ছাত্ররা যারা তখনো রেজিস্ট্রশন করেননি। তাদের সবাইকে বিপুল আগ্রহ-উ্ৎসাহ-উদ্দিপনায় রেজিস্ট্রশন সম্পন্ন করতে দেখা যায়।

The Aided High School Reunion 2015  টি-শার্ট পরে এক দল রেজিস্ট্রেশন টিম চষে বেড়িয়েছেন পুরো মেলা প্রাঙ্গন। দর্শনার্থীদের অনেকেই এইডেড রিউনিয়ন রেজিস্টেশন টিমকে তাদের কর্মকান্ডের জন্য উৎসাহ দিতে দেখা যায়।

বৈশাখী মেলায় এইডেড হাই স্কুল পূর্নমিলনীর রেজিস্ট্রেশন টিমের প্রাক্তন ছাত্রদের কিছু ছবি গ্যালারী দেয়া হলো:

 বিস্তারিত আসছে…




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024