শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার। রাজধানী ব্যাংককের একটি আদালতে হাজির হয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে কর্তব্যে অবহেলা ও চালের ভর্তুকি প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডাদেশ হতে পারে বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।