বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:০৪

স্যামসাংয়ের প্রিমিয়ার অনুষ্ঠিত লন্ডনে

স্যামসাংয়ের প্রিমিয়ার অনুষ্ঠিত লন্ডনে

/ ১৩৬
প্রকাশ কাল: শুক্রবার, ৩১ মে, ২০১৩

 

 

 

 

 

 

 

 

প্রযুক্তি আকাশ ডেস্ক: ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং নতুন পণ্য প্রিমিয়ারের ঘোষণা দিয়েছে। ২০ জুন লন্ডনে অনুষ্ঠিতব্য ওই প্রিমিয়ারে প্রতিষ্ঠানটি ‘গ্যালাক্সি’ এবং ‘এটিআইভি’ সিরিজের পণ্য প্রদর্শন করতে পারে বলে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।

স্মার্টফোন ও ট্যাবলেট বাজারে স্যামসাংয়ের বাজির ঘোড়া হিসেবে গ্যালাক্সিকে বিবেচনা করা হয়। অন্যদিকে স্বল্প পরিচিত এটিআইভি সিরিজের মাধ্যমে প্রতিষ্ঠানটি উইন্ডোজভিত্তিক ট্যাবলেট এবং ল্যাপটপ বাজারজাত করে। স্যামসাংয়ের আসন্ন এ অনুষ্ঠানটিতে মাইক্রোসফট অপারেটিং সিস্টেমভিত্তিক নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছে সিএনএন। এ ছাড়াও স্যামসাংয়ের ঘোষণায় বলা হয়েছে, অনুষ্ঠানটিতে তিনটি নতুন ডিভাইস দেখানো হতে পারে।

গত বছর স্যামসাংয়ের একটি এটিআইভি ফোন বাজারে এসেছিল। উইন্ডোজ ৮ ওএস চালিত স্মার্টফোনটির হার্ডওয়্যার ছিল অনেকটাই গ্যালাক্সি এস থ্রির মতো। কিন্তু স্মার্টফোনটি তেমন বাজার পায়নি। অন্যদিকে টেক জায়ান্ট অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) জুনের ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত চলবে। এ ছাড়াও সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ডেভেলপার সম্মেলন শুরু হবে ২৬ জুন থেকে। স্যামসাংয়ের অনুষ্ঠানটি তাদের ইউটিউব অ্যাকাউন্টে সরাসরি সম্প্রচারিত হবে বলেও জানিয়েছে সিএনএন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023