শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালেককে সভাপতি ও গত কমিটির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদকে আবারও দায়িত্ব দিয়ে যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান মঙ্গলবার সকালে দলের যুক্তরাজ্য শাখা কমিটির অনুমোদন দেন।
তিনি জানান, এমএ মালেককে সভাপতি ও কয়সর এম আহমদকে সাধারণ সম্পাদক ও বিগত কমিটির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসকে প্রধান উপদেষ্টা করে ১০১ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য শাখার নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৬ মিনিটে বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এ কমিটি প্রেসে পাঠানো হয়।