টিয়ে পাখির বিয়ে
অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী
টিয়ে পাখির বিয়ে হবে
বৈরাত হবে বক,
ময়না হুতোম পেঁচা চড়ুই
গান গাহিবে ‘রক’।
কাকাতুয়া ডাহুক সারস
ঘুঘু কোকিল হাঁস,
চাতক চকোর ঈগল বাবুই
আনবে পানির গ্লাস।
মোরগ ময়ূর বুলবুলিরা
নাচবে খুলি চুল,
কপোত দোয়েল তোতা চিলে
আনবে গলার ফুল।
মাছ রাঙারা মাছ ধরিবে
করবে শালিক পাক,
গাংচিলেরা তবলা বাজায়
মোরগী বাজায় ঢাক।
টিয়ে পাখি বর সাজিবে
কন্যা হবে কে?
বউ কথা কও
কয়, সে রাজী,
তবে, লাজে মরে যে!