স্বদেশ জুড়ে ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সঙ্গে অংশ নেবে বিকল্পধারা বাংলাদেশ। গতকাল দলের সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবন ‘মায়াবিতে’ অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিএনপি’র সঙ্গে দলটির একীভূত হওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা। জোটের সঙ্গে আগামী নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে দলের ভেতরে আরও আলোচনার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। তিনি জানিয়েছেন, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলন কর্মসূচি পালন এবং আগামী নির্বাচনে অংশ নেবে বিকল্পধারা।
বৈঠক সূত্র জানায়, দলের সাংগঠনিক অবস্থা নিয়ে সভায় আলোচনা হয়। আগামীতে কিভাবে আন্দোলন কর্মসূচিতে দল অংশ নেবেÑ এ বিষয়েও নেতারা মত দিয়েছেন। বিএনপির সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়েছে। বৈঠকে আলোচনায় অংশ নেয়া ৩৫ জনের মধ্যে অধিকাংশই বিএনপির সঙ্গে একীভূত হতে বিএনপি’র সঙ্গে একীভূত হতে দলের প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দিয়েছেন। এ ব্যাপারে দলের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এ বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করে সিদ্ধান্তগুলো পরে সংবাদ সম্মেলন করে সবাইকে জানানো হবে। এছাড়া বর্ধিত সভায় আগামী ২১শে জুন বিকল্পধারা প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আলোচনা হয়েছে। সভায় বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য নুরুল আমিন বেপারী, আবদুর রহিম, সহ-সভাপতি সাইদুর রহমান, মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৬ সালে মতবিরোধের কারণে বিএনপি ছেড়ে কয়েকজন নেতাকে নিয়ে বিকল্পধারা গঠন করেছিলেন অধ্যাপক বি চৌধুরী। এরপর থেকে তারা আলাদাভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করছেন। সম্প্রতি বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কর্মসূচি ও দাবির প্রতি একাত্মতা দেখিয়ে আসছে দলটি।
Leave a Reply