বিনোদন ডেস্ক: সফল হতেই হবে। এটাই যেনো প্রতিজ্ঞা। এ জন্য প্রয়োজনে হতে হবে খোলামেলা। বিতর্ক তৈরি হলেও তো পাবলিসিটি পাওয়া যায়। এটাই যেনো তাদের বিশ্বাস।
তবে খোলামেলা হলেই কি পাওয়া যায় নাম-যশ! কখনও কখনও এই পথেও মেলে না সাফলতা। বলিউডে এমন বৃথা চেষ্টা করেছেন অনেকেই। সেই সব উত্তেজক তবে ব্যর্থ তারকাদের গল্প শোনাচ্ছি আজ। যারা শরীর দেখিয়েও পর্দায় ঝড় তুলতে পারেনি, দাগ কাটানি দর্শক মনে।
সোনালি রাউত : এক্সপোজ সিনেমায় একটি দৃশ্য শোরগোল ফেলেছিল সোনালী রাউত। যেখানে রাউত উত্তেজক ভঙ্গিমায় শাড়ি পড়েছিলেন। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন হিমেশ রেশমিয়া।
বীণা মালিক : টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয় বীনা মালিক। কিন্তু বলিউডে তিনি তেমন কোনো ছাপ রাখতে পারেননি। মুম্বাই ১২৫ কিমি সিনেমায় বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন। এর পরও ব্যর্থ বীণা।