১২তম আইআইএসএস এশিয়া নিরাপত্তা সামিটে (সাংরি লা সংলাপ) অংশ নিতে সম্প্রতি সিঙ্গাপুর সফররত পররাষ্ট্র ডা. মন্ত্রী দীপু মনি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী কে. সানমুগ্যানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাকালে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কারখানা ও সেবা খাতে বাংলাদেশ থেকে দক্ষ-অর্ধদক্ষ শ্রমিক নিয়োগ দিতে বিশেষভাবে অনুরোধ জানান দীপু মনি। দুই দেশের মধ্যকার বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে দুই মন্ত্রী এ সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শুক্রবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব যীশু রায় চৌধুরীও মহাপরিচালক (সাউথ-এশিয়া) গোলাম সরোয়ার।
এসময় দীপু মনি বাংলাদেশে বিনিয়োগ করতেও সিঙ্গাপুরের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ উৎকৃষ্ট জায়গা। এছাড়া দু’দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানোর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর তিনি অনুরোধ জানান।
Leave a Reply