বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৫৯

বিসিবি বিরক্ত আশরাফুলের ওপর

বিসিবি বিরক্ত আশরাফুলের ওপর

 

 

 

 

 

 

 

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র একজন কর্মকর্তার প্রশ্ন- আশরাফুল এটা কী ঠিক করলো, ও কী এসব করে পার পাবে? পাল্টা প্রশ্ন- কী করেছেন মোহাম্মদ আশরাফুল? কী করেনি সে, আমাদের কোন কথাই শোনেনি। এটুকু বলেই থেমে যান তিনি। বিসিবি ওই কর্মকর্তার ধারণা আশরাফুলই সংবাদ মাধ্যমে তথ্য ফাঁস করেছেন। অন্য একজন কর্মকর্তা বলেছেন,‘সে বক্তব্য ফাঁস করে আইসিসি’র দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু)’র এবং বিসিবি’র শর্ত লঙ্ঘন করেছে। বিসিবি একচুলও সমর্থন দেবে না তাকে।

বিসিবি প্রশাসনিক একজন কর্মকর্তা জানান, সে সাক্ষাৎকার দিয়ে এসে বলেছে, সব প্রকাশ করে দিয়েছি। তাকে বলা হয়েছিল এগুলোর কোনো কিছু যেন বাইরে না যায়। কিন্তু সে কথা রাখেনি। আশরাফুল ভেবেছে এসব করে সে পার পাবে। তার প্রতি যেটুকু সহানুভূতি ছিল বিসিবির সেটাও গেল। তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তার ক্যারিয়ার শেষ। বিদেশে গিয়েও সে স্বস্তি পাবে না। আকসু মূলত বিপিএল ম্যাচ ফিক্সিং নিয়ে কাজ করছে। সংশ্লিষ্ট এবং সন্দেহভাজনদের সাক্ষাৎকার গ্রহণ করে প্রতিবেদন তৈরিতে ব্যস্ত তারা। তাদের সুপারিশ অনুযায়ী দোষী ক্রিকেটারের শাস্তি কার্যকর করা হবে বলে জানান আহমেদ সাজ্জাদুল আলম ববি।

আকসু বিপিএল ইস্যু ছাড়াও পূর্বের বিষয়গুলো নিয়ে কাজ করবে কিনা এমন প্রশ্নের জবাবে, বিপিএল গভর্নিং কাউন্সিলের একজন কার্মকর্তা বলেছেন, এখনও এবিষয়ে নিশ্চিত না। আকসু-ই ভালো বলতে পারবে পরবর্তীতে তারা কি করবে। তবে আমার মনে হয় আশরাফুল ইচ্ছে করে অন্যদের জড়াতে চেষ্টা করেছে। মনে করেছে এতে সে পার পাবে। কিন্তু পরিস্থিতি ঘোলা করে সে-ই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, জুয়াড়িদের সাথে পরিচয় ইস্যুতে জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের নাম আকসুকে দিয়েছেন আশরাফুল। এরই মধ্যে দুজন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইল এবং বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের নাম মিডিয়াতে এসেছে। একজন অধিনায়কের নাম গোপন রাখা হয়েছে রহস্যজনক কারণে।

আকসু’কে আশরাফুল কী জবানবন্দী দিয়েছেন সেটা কোনো ভাবেই প্রকাশ্যে আসার কথা নয়। কোথা থেকে এই তথ্যগুলো বেরিয়েছে শনিবার সে খোঁজে নেমেছিল বিসিবি। প্রথমে আইসিসি আকসু তদন্ত দলের সঙ্গে ফোনে যোগাযোগ করেন বোর্ডের প্রতিনিধি। আকসু প্রতিনিধিরা তাকে সাফ জানিয়ে দেয়, আশরাফুলের জবানবন্দীর কোন তথ্য তাদের মাধ্যমে ফাঁস হয়নি, কোনো সুযোগও নেই। তথ্য ফাঁস হতে পারে এই ভয়ে আশরাফুলকেও জবানবন্দীর কপি দেওয়া হয় নি বলে নিশ্চিত করেছে আকসু দল। সবদিকে খোঁজখবর করে বোর্ড নিশ্চিত হয়েছে আশরাফুলই তথ্য ফাঁস করে ঘাপটি মেরেছে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025