শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৭.০৪: এগিয়ে রাজশাহী, পিছিয়ে সিলেট

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৭.০৪: এগিয়ে রাজশাহী, পিছিয়ে সিলেট

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল ১০টার সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল হস্তান্তর করেন।

আজ শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকায় পাসের হার ৮৮ দশমিক ৬৫ শতাংশ, বরিশালে ৮৪ দশমিক ৩৭ শতাংশ, কুমিল্লায় ৮৪ দশমিক ২২ শতাংশ ও চট্টগ্রামে ৮২ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। দিনাজপুর বোর্ডে ৮৫ দশমিক ০৫ শতাংশ ও যশোরে ৮৪ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এবারের মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ৯৪ দশমিক ৯৭ শতাংশ পাসের হার নিয়ে এগিয়ে রাজশাহী বোর্ড। ফলাফলে পিছিয়ে সিলেট বোর্ড। শিক্ষা বোর্ডটিতে পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ।

মাদ্রাসা বোর্ডের গড় পাসের হার ৯০ দশমিক ২০ শতাংশ ও কারিগরি বোর্ডে ৮৩ দশমিক ০১ শতাংশ। গতবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ছিল ৯২ দশমিক ৬৭, মাদ্রাসা বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৫ ও কারিগরি বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৯৭ শতাংশ। তবে এবার মাদ্রাসা ও কারিগরি বোর্ডে পাসের হার বেড়েছে।

এতে দেখা যায়, দেশের ১০টি শিক্ষাবোর্ডের গড় পাসের হার ৮৭ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে গড় পাসের হার ছিল ৯১ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৪২ হাজার ২৭৬ পরীক্ষার্থী। এদিক থেকে এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।

শিক্ষামন্ত্রী জানান, এ বছর মোট ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মোট পাসের হার ৮৭.০৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী। পরীক্ষার ফল শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও মোবাইলে এসএমএসের মাধ্যমে এবং ইন্টানেটেও পাওয়া যাবে।

www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ড দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের ফল পাওয়া যাবে। মোবাইলে ফল পেতে আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে বের্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এ ছাড়া মাদ্রাসা বোর্ডের জন্য DAKHIL স্পেস MAD স্পেস 2015 লিখে ১৬২২২ ও কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস TEC স্পেস ২০১৫ লিখে ১৬২২২ পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। এবার সারা দেশের ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭ লাখ ৩৩ হাজার ২২০ জন ছাত্র এবং ৬ লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024