শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৪

বাঙালিরা অতিথিপরায়ণ ঢাকায় বললেন দীপিকা পাডুকোন

বাঙালিরা অতিথিপরায়ণ ঢাকায় বললেন দীপিকা পাডুকোন

শীর্ষবিন্দু নিউজ: বাঙালি বরাবরই অতিথিপরায়ণ। শ্রেণি, বর্ণ নির্বিশেষে ভিনদেশিদের অতি আপন করে নেয়ার ক্ষমতা বাঙালির থেকে বেশী আর কারো বোধয় নেই। পৃথিবীতে তাদের আতিথ্যের ঝুড়িমেলা ভার; এবং বাংলাদেশ ত্যাগ করার আগে সবাই এরকমটি বলে যেতে প্রায় বাধ্যই হন। দীপিকাও হলেন, একদিনের সফরে লাক্স-এর প্রচারণায় এসে বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হয়ে মুম্বাই ফিরে গেলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।

প্রথমবারের মতো ঢাকা লাক্স এর প্রচারণায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন জনপ্রিয় বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। প্রথমে ছিল দীপিকাকে নিয়ে লাক্সের প্রডাক্ট ক্যাম্পেইনের অনুষ্ঠান। এরপর এক্সক্লুসিভ আয়োজন। আলো ঝলমল বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির স্টেজে উঠেই দীপিকা বলে উঠলেন, বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ।

এক্সক্লুসিভ আয়োজনে ৩০ মে শনিবার রাতে বসুন্ধরা কনভেশন সেন্টারে হাজির হন এ সুন্দরী। এ সময় তিনি বেশ কয়েকটি গানের সঙ্গে পারফর্ম করেন। দীপিকা ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের তিন শীর্ষ লাক্স সুন্দরী মডেল-অভিনেত্রী শানারেই দেবী শানু, বিদ্যা সিনহা মীম ও মেহজাবীন চৌধুরী।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024