শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। স্থানীয় সময় রোববার (৩১ মে) সকালে ফ্রান্সের দক্ষিণ-পূর্বে সিওঁজিয়ে এলাকার কাছে সড়ক দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে হেলিকপ্টারযোগে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি জেনেভা হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেন, সাইকেল চালাতে গিয়ে কেরি পায়ে আঘাত পেয়েছেন। তবে তিনি জ্ঞান হারাননি। কতদিন কেরিকে হাসপাতালে থাকতে হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি কিরবি।
দায়িত্বশীল সূত্র জানায়, রোববার (৩১ মে) স্পেনের রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য মাদ্রিদ যাওয়ার কথা ছিল কেরির। এ দুর্ঘটনায় তার এ সফর অনিশ্চিত হয়ে পড়ল। বর্তমানে জন কেরির অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।