জুয়েল রাজ: কবিতা কি? এমন প্রশ্নে কবি দিলু নাসের বলেছিলেন ‘’ আসলে কবিতার কোন ধ্রুব সংজ্ঞা নেই। যদিও যুগে যুগে রচিত হয়েছে কবিতার অজস্র সংজ্ঞা। সংজ্ঞার এই অজস্রতা জানায় যে কবিতা এক রহস্য.. যার. স্রষ্টা রহস্যময় মানুষ। মানুষ এক রহস্য সৃষ্টি করে তার নাম দিয়েছে কবিতা. কিন্তু তাকে মানুষ কোনদিনই বুঝে উঠবে না।
বলা হয় কবিতা ইন্দ্রজাল. কবিতা অন্তর ও আত্মার ভাষিক উৎসারণ. কবিতা আবেগ ও মেধার সারাৎসার. কবিতা উৎকৃষ্টতম শব্দের উৎকৃষ্টতম বিন্যাস। আর জীবনানন্দের ভাষায় “কবিতা ও জীবন একই জিনিষেরই দুই রকম উৎসারণ
‘’জিহ্বায় উচ্চারিত প্রতিটা সত্য শব্দ কবিতা/কর্ষিত জমির প্রতিটা শস্যদানা কবিতা /যে কবিতা শুনতে জানেনা সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে’’। কবি আবু জাফর ওবায়েদউল্লাহ –র কবিতার লাইনের আমন্ত্রনপত্রের এমন ডাকে সাড়া দিয়েছিলেন বিলেতের কবি ও কবিতা প্রেমীরা। আমাদের বাংলা ব্লগের আয়োজন ছিল কবিতা সন্ধ্যা উচ্চারণ।
পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে ৩১শে মে ২০১৫ রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হলো বিলেতে প্রথমবারের মতো আবৃত্তি আমাদের বাংলা ব্লগ এই কবিতা সন্ধ্যার আয়োজন করেছিল। কবি ও কবিতা প্রেমীদের এক মিলন মেলায় পরিণত হয়েছিল সন্ধ্যটি।