সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:০৮

কামরানের পক্ষে ফেসবুক প্রচারণায় সিসিক কর্মকর্তাকে নোটিশ

কামরানের পক্ষে ফেসবুক প্রচারণায় সিসিক কর্মকর্তাকে নোটিশ

শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা হানিফুর রহমানকে ফেসবুকের মাধ্যমে মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে প্রচারণা করায় নির্বাচন কমিশন সিটি করপোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তাকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে। সিলেট সিটি করপোরেশনের সহকারি রিটানিং কর্মকর্তা রাশেদুল ইসলাম কারণ দর্শানোর নোটিশের সত্যতা স্বীকার করেন।

রোববার সকালে বিএনপি সমর্থিত সম্মিলিত নাগরিক জোটের আহবায়ক লে. কর্নেল আতাউর রহমান পীর সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।  অভিযোগে তিনি উল্লেখ করেন, একজন সরকারী কর্মকর্তা হয়ে তিনি প্রতিনিয়ত গনযোগাযোগ মাধ্যম ফেসবুকে কামরানের জন্য প্রচারণা করছেন। একই সঙ্গে আরিফুল হক চৌধূরীর বিরুদ্ধে নানাভাবে মিথ্যাচারমূলক কল্পকাহিনীও লিখছেন। এ কারণে নির্বাচন আচরণ বিধিমালা ২০১০ এর ১৪(খ) এ বিধির ব্যতয় হচ্ছে। এ অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশে ‘কেন এ বিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করা হবে না।’ এ মর্মে সোমবারের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হয়েছে।

 

 

প্রসঙ্গত, গত ২৬ মে সিলেট সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকেও অনুরুপ একটি কারণ দর্শাও নোটিশ প্রদান করে কমিশন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024