স্বদেশ জুড়ে: কিশোরগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেটের ছেলে রেজোয়ান আহমেদ তৌফিককে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রি সৈয়দ আশরাফুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাদেরকে সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে যাতে কোন দ্বন্দ্ব না থাকে সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান। পাশাপাশি তিনি সিটি কর্পোরেশনগুলোতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা যাতে ভালো করতে পারে সে জন্য ভূমিকা রাখতে এবং প্রয়োজনীয় উদ্যোগ নিতে দলের নেতাদের প্রতি আহবান জানিয়েছেন বলে সূত্র জানায়।
পসঙ্গত: স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৪ আসনটি শূন্য হয়। আগামী ৩ জুলাই এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২২ মে কিশোরগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
Leave a Reply